দেশের সিংহভাগ পত্রিকার দাম বাড়লেও, দৈনিক মাথাভাঙ্গার মূল্য বাড়ছে না

 

স্টাফ রিপোর্টার: আগামীকাল থেকে দেশের অধিকাংশ পত্রিকার মূল্য বাড়লেও দৈনিক মাথাভাঙ্গা’র মূল্য পুনঃনির্ধারণ করা হচ্ছে না। সর্বস্তরের পাঠককূলের মতামতের ভিত্তিতে দু’মাস আগে নির্ধারণ করা ৪ টাকায় রাখা হয়েছে। তবে পত্রিকা মূদ্রণের উপকরণসমূহের মূল্য চলমান হারে বাড়তে থাকলে আগামীতে পত্রিকার মূল্য পুনঃনির্ধারণ ছাড়া উপায় থাকবে না।

চলতি মাসে ঢাকা থেকে প্রকাশিত শীর্ষস্থানীয় পত্রিকাগুলোকে নিয়ে গঠিত নিউজপেপার অনার অ্যাসোসিয়েশন সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পত্রিকার মূল্য ১ আগস্ট থেকে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে ৫ টাকার পত্রিকা ৭টাকা, ১০ টাকার পত্রিকা ১২ টাকা ও ১২ টাকার পত্রিকা ১৫ টাকা করার ঘোষণাও দেয়া হয়েছে। বিষয়টি পর্যালোচনার জন্য চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সংবাদপত্রের সম্পাদক পরিষদ এক সভায় মিলিত হয়। সভায় উঠে আসে কাগজসহ মূদ্রণের জন্য প্রয়োজনীয় উপকরণের আকাশচুম্মি মূল্য বৃদ্ধির বিষয়টি। মূল্য পুনঃনির্ধারণের বিষয়ে একমত হলেও পরবর্তিতে পাঠকসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার মূল্য বৃদ্ধি না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন বলেছেন, পাঠককূলই পত্রিকার প্রাণ। পাঠকের সহযোগিতায় মাথাভাঙ্গার অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। পাঠককূলের মতামতের সর্বাধিক গুরুত্ব দিয়েই পত্রিকার মূল্য বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাঠককূলই দৈনিক মাথাভাঙ্গার পাথেয়।

Comments (0)
Add Comment