নতিপোতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহিলাদলের নির্বাচনী সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তনু এলাকার মানুষের স্বপ্নপূরণে আগামী নির্বাচনে বাবু খানের বিকল্প নেই

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মহিলাদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে কালিয়াবকরী মসজিদপাড়ায় ওই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহিলাদল নেত্রী সুফিয়া খাতুন। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম, নতিপোতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান টুনু, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, সহসভাপতি আব্দুর রাজ্জাক, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মাস্টার, মহিলাদল নেত্রী মনোয়ারা খাতুন প্রমুখ।
সভায় দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, জামায়াতের মিথ্যাচারে আপনারা বিভ্রান্ত হবেন না। সাধারণ খেটে খাওয়া গরীব, দুঃখী মানুষের পাশে সব সময় বিএনপি ছিল, ভবিষ্যতেও থাকবে। চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের কা-ারি মাহমুদ হাসান খান বাবু। এলাকার মানুষের স্বপ্ন পূরণে আগামী নির্বাচনে বাবু খানের বিকল্প নেই। চুয়াডাঙ্গা-২ আসনের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন।