নতুন দুজন কোভিড-১৯ সংক্রমিত : সক্রিয় রোগী ৬২

স্টাফ রিপোর্টার: বুধবার ১৬ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯শ ৭ জনে। সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১ হাজার ৭শ ৮৬ জন।
বর্তমানে চুয়াডাঙ্গায় সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জনে। এর মধ্যে হাসপাতালে রয়েছেন ১২ জন। রেফার রয়েছেন ৩ জন। বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৪৭ জন। চুয়াডাঙ্গা সদর উপজেলায় সক্রিয় ২৬ জন রোগীর মধ্যে রেফার ৩জন, হাসপাতালে ৫ জন বাড়িতে ১৮ জন। আলমডাঙ্গা উপজেলায় সক্রিয় রোগী ৪ জনের মধ্যে ১ জন বাড়িতে ৩ জন হাসপাতালে, দামুড়হুদা উপজেলার ১৬ জনের মধ্যে ১২ জন বাড়িতে ৪ জন হাসপাতালে রয়েছেন। জীবননগর উপজেলার ১৬ জনের মধ্যে সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। বুধবার যে দুজন কোভিড-১৯ পজিটিভ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন এদের দুজনই দামুড়হুদা উপজেলার বাসিন্দা। একজনের বাড়ি বাঘাডাঙ্গায় অপরজনের বাড়ি কুতুবপুরে।
দেশে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২০ হাজার ৫শ ২৮ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬শ ৮ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। সুস্থ হয়েছেন ১ হাজার ৯শ ২৩ জন। মারা গেছেন ৩৭ জন। এ নিয়ে দেশে সরকারি হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২শ ৪৮ জনে।

Comments (0)
Add Comment