আলমডাঙ্গা ব্যুরো: নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আলমডাঙ্গা পৌরসভার ৪০ বছর পূর্তি পালন করা হয়েছে। গতকাল শনিবার ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সকালে রঙ-বে রঙের বেলুন দিয়ে পৌরসভার গেট সাজানো হয়। বেলা সাড়ে ১০টায় সকলের বর্নাঢ্য র্যালি পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে কেক কাটা হয়। র্যালি ও কেক কাটা অনুষ্ঠানে পৌর প্রভাষক উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, সচিব রাকিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম আওয়াল, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সংগঠক কামরুল হাসান কাজল, প্রধান সহকারী খাইরুল ইসলাম নাসিম, কনজারভেন্সি সুপারভাইজার মামুন আক্তার, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, লাইসেন্স পরিদর্শক আনিসুর রহমান, পৌরসভা স্টাফ আব্দুর জব্বার লিপু, মুস্তাক আহমেদ, হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান, সোহাগ, সুজা উদ্দিন, শাহাবুল হক, আবু সায়েম, পৌরসভার সকল কর্মচারী উপস্থিত ছিলেন।