স্টাফ রিপোর্টার: ‘ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারণ্যের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫। দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার চুয়াডাঙ্গা ও মেহরেপুরে আলোচনাসভা, কৃতি কর্মীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, একটি সুস্থ, সমৃদ্ধ ও সুশৃঙ্খল সমাজ গঠনে জনসংখ্যা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদান অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানানো হয়। চুয়াডাঙ্গায় আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান বলেছেন,‘ আমরা সবাই যদি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করি, তাহলে যে বাংলাদেশের স্বপ্ন দেখি তার বাস্তবায়ন সম্ভব হবে। ভালো কাজ করে যারা পুরস্কৃত হতে যাচ্ছেন তাদের সবাইকে অভিনন্দন এবং যারা কাজের জন্য চেষ্টা চালাচ্ছেন, তাদের জন্য শুভকামনা। চুয়াডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে দিবসের এ আয়োজন অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিকা ইয়াসমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপালনকারী চিকিৎসা কর্মকর্তা (মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা) মো. রাকিবুল ইসলাম। তিনি দিবসের তাৎপর্য ও জেলায় অর্জন তুলে ধরেন। এরপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এছাড়া এবছর বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রচিত থিম সঙ্গীত নিয়ে নির্মিত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। থিম সঙ্গীতটির কথা লিখেছেন চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক দীপক কুমার সাহা এবং সুর মিল্টন খন্দকার ও সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু। অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, জুলাই যোদ্ধা আসলাম হোসেন অর্ক ও সিরাজুম মুনিরা। অনুভূতি ব্যক্ত করেন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হামিদুন নাহার, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরিন আরা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হালিম উদ্দিন। বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে এবছর জেলা পর্যায়ে ৮টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীর পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত কর্মীরা হলেন-শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হামিদুন নাহার (উখলী ৩/গ ইউনিট, জীবননগর), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. আফরিন আরা (বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, চুয়াডাঙ্গা সদর), শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হালিম উদ্দিন (বাঁকা ইউনিয়ন, জীবননগর), শ্রেষ্ঠ উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা মো. আলমগীর কবীর (বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, চুয়াডাঙ্গা সদর), শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বেগমপুর, চুয়াডাঙ্গা সদর, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ জীবননগর এবং শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র চুয়াডাঙ্গা। এছাড়া সদর উপজেলা পর্যায়ে ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। নির্বাচিতরা হলেন-শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মোহসিনা বিশ্বাস (৩ নম্বর ওয়ার্ড, চুয়াডাঙ্গা পৌরসভা), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা মোছা. আফরিন আরা (বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, চুয়াডাঙ্গা সদর), শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক অহিদুল ইসলাম, বেগমপুর, চুয়াডাঙ্গা সদর; শ্রেষ্ঠ উপ-সহকারী চিকিৎসা কর্মকর্তা মো. আলমগীর কবীর (বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, চুয়াডাঙ্গা সদর), শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র বেগমপুর, চুয়াডাঙ্গা সদর, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ বেগমপুর, চুয়াডাঙ্গা সদর ।
মেহেরপুর অফিস জানিয়েছে, পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মেহেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলামকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। এর আগেও ২০২৫ সালের জুন মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ ভূমিকার জন্য তাকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা দেয়া হয়েছিল। এবার পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দ্বিতীয়বারের মতো তিনি এই গৌরব অর্জন করলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি ইউএনও মো. খায়রুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. একেএম আবু সাঈদ, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রাশেদুল বশির খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।