নৌকায় উচ্চস্বরে গান বাজিয়ে গণউপদ্রব : দুজনের জেল

চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানঘাটে সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার: নদীপথে বাদ্যযন্ত্র বাজিয়ে গণ উপদ্রব সৃষ্টি করার অপরাধে চুয়াডাঙ্গার দুজনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানঘাটে ওই অভিযান চালান সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার শ্মশানঘাটে শ্যালোইঞ্জিন চালিত নৌকায় উচ্চ শব্দে বাদ্য যন্ত্র বাজিয়ে নৌকা ভ্রমণের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় উচ্চ শব্দে বাদ্যযন্ত্র বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি করার অপরাধে দুজনকে দ- বিধির ১৮৬০ এর ২৯১ ধারায় ১৫ দিন করে কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। জব্দ করা হয় তিনটি সাউন্ড বক্স ও দুইটি সাউন্ড সিস্টেম মেশিন। কারাদ-প্রাপ্তরা হলেন পৌর এলাকার হাটকালুগঞ্জের মৃত মকছেদ আলীর ছেলে রমজান আলী (৬০) ও ইসলামপাড়ার মৃত বিশারত আলীর ছেলে মিন্টু মিয়া (৪০)। পরে কারাদ-প্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করে পুলিশ। জব্দকৃত তিনটি সাউন্ড বক্স ও দুইটি সাউন্ড সিস্টেম মেশিন দেয়া হয় চুয়াডাঙ্গা সদর থানার হেফাজতে। ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগীতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার পেশকার সোবহান আলী ও সদর থানা পুলিশ।

 

Comments (0)
Add Comment