পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে ব্যক্তি প্রধানমন্ত্রী যেন আবারও স্বৈরাচার হয়ে উঠতে না পারে, ফয়েজ আহমদ তৈয়্যব

মেহেরপুর প্রতিনিধি:প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়। এ কারণে যে সমস্যা সৃষ্টি হয় তিনি সংসদ ও মন্ত্রীপরিষদের নেতা হন, উনি রাষ্ট্রপতির উপরে ক্ষমতা প্রয়োগ করেন এবং বিচার বিভাগের উপরেও ক্ষমতা প্রয়োগ করেন। এছাড়ার তার নির্দেশনার বাইরে গিয়ে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, দুদক কাজ করে না। এজন্যই ক্ষমতার ভারসাম্য দরকার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার।  জাতীয় ঐক্যমত কমিশন এই দেশের জাতীয় মুক্তির পথ তৈরী করেছেন। এই মুক্তির পথের মধ্যে আছে ব্যক্তি প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমিয়ে বিচার বিভাগ, সংসদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার পথ তৈরী করেছেন। আমাদের এই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক কতৃর্ত্ববাদের বিপরীতে নিজেদের ইচ্ছা বাস্তবায়ন করতে পারে না। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের পুলিশ লাইন এলাকায় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার ও স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স ” শীর্ষক কর্মশালার উদ্বোধন এবং আলাচেনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমাদের প্রশাসন এত বেশি স্বজনপ্রীতি ও দুর্নীতে আচ্ছন্ন এই অবস্থায় আমরা যদি বিচার বিভাগ, সংসদ এবং শাষণ ব্যবস্থাকে আলাদা করতে না পারি তাহলে ব্যক্তি প্রধানমন্ত্রীর পিএস, তার ব্যক্তিগত কর্মকর্তা, মন্ত্রী অথবা সচিব সবচেয়ে ক্ষমতাবান হয়ে ওঠে। এই কুফলের কারণে আমরা দেখেছি যেই প্রধানমন্ত্রী হয় সেই স্বৈরাচার হয়ে ওঠে। শুধু একটা নয় একাধিক স্বৈরাচার আমরা এই ৫৪ বছরে দেখেছি। এই কুফল থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে হয় তাহলে সকলকে এগিয়ে আসতে হবে পরিবর্তনের পক্ষে সংস্কারের পক্ষে ।

ব্যক্তি প্রধানমন্ত্রী যেন আবারও স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সে জন্য আমাদের এগিয়ে এসে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

হাই—টেক পার্ক কর্তৃপক্ষের প্রশাসন ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে ফলক উন্মোচন, বেলুন উড়িয়ে ও বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা।