পামওয়েল দিয়ে ক্রিমরোল তৈরি : ১০ হাজার টাকা জরিমানা

দামুড়হুদায় হাসিনা ফুড ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিকেল মিশিয়ে বিস্কুটসহ বেকারি সামগ্রী তৈরি ও বাজারজাত করার অপরাধে দামুড়হুদা বনানীপাড়াস্থ হাসিনা ফুড ফ্যাক্টরি নামক এক বেকারি মালিককে ১০ হাজার জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২দিকে ওই ওই ফ্যাক্টরিতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। তিনি জানান, পামওয়েল দিয়ে ক্রিমরোল তৈরিসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিকেল মিশিয়ে বেকারি সামগ্রী তৈরি দেখতে পাওয়া যায়। এছাড়া কিছু বেকারি সামগ্রী মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখা যায়। তাৎক্ষনিক ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় বেকারির ম্যানেজার এনামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দামুড়হুদা উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জামাত আলী, উপজেলা নির্বাহী অফিসের পেশকার আসমান আলীসহ দামুড়হুদা থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন।

Comments (0)
Add Comment