পারিবারিক কলহের জেরে ঘুমের ওষুধ সেবনে আত্মহত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিসপুর গ্রামে পারিবারিক কলহের জেরে লিপি আক্তার নামের এক গৃহবধূ ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। লিপি আক্তার (৩২) মজলিসপুর গ্রামের লোকমান বিশ্বাসের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। এর জের ধরেই সোমবার দুপুরে লিপি আক্তার অতিরিক্ত পরিমাণ ঘুমের ওষুধ সেবন করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা।