পি.আর. পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত – চুয়াডাঙ্গায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার:ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার দাবিতে শনিবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠ থেকে একটি বিশাল মোটরসাইকেল, মিনি পিকআপ ও মাইক্রোবাস শোভাযাত্রার আয়োজন করা হয়।

এই শো-ডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি জননেতা হাসানুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী।

শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা-দামুড়হুদা-দর্শনা হয়ে জীবননগর, জীবননগর-হাসাদাহ-আন্দুলবাড়িয়া হয়ে গড়ুইটিপি ইউনিয়ন অতিক্রম করে পৌঁছায় সরোজগঞ্জে। সেখান থেকে আলমডাঙ্গায় গিয়ে নামাজ ও খাবারের বিরতি নেওয়া হয়। এরপর আলমডাঙ্গা হাটবোয়ালিয়া রোড হয়ে আসমানখালী হয়ে শোভাযাত্রাটি আবার চুয়াডাঙ্গা শহরে এসে শেষ হয়।
এসময় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি জননেতা হাসানুজ্জামান সজীব বলেন “দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করতে পি.আর. পদ্ধতির কোনো বিকল্প নেই। এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে এবং জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করাও এখন সময়ের দাবি। আমরা শান্তিপূর্ণভাবে কিন্তু দৃঢ়চিত্তে এই দাবিগুলো উপস্থাপন করছি।”
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় শান্তিপূর্ণ, আইনানুগ ও জনগণনির্ভর রাজনৈতিক ধারায় বিশ্বাসী। পি.আর. পদ্ধতির বাস্তবায়ন হলে দেশের রাজনীতিতে একটি ভারসাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা পাবে।”

এ সময় কয়েক হাজার নেতাকর্মীর গগনবিদারী শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো চুয়াডাঙ্গা অঞ্চল। শো-ডাউনটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ পি.আর. পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের উপর ভিত্তি করে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন চেয়ে সরকারের প্রতি জোর দাবি জানান।