প্রতিকী খালেদা জিয়া সেজে আবারো আলোচনায় কিশোরী হুমায়রা জান্নাত প্রার্থনা

ঝিনাইদহ প্রতিনিধি:রাজনীতির উজ্জ্বল মঞ্চে কখনো কখনো আবির্ভূত হয় এমন কিছু প্রতীক, যা সময়কে অতিক্রম করে মানুষের হৃদয়ে ছাপ রেখে যায়। তেমনি আলোড়ন তুলেছে মাত্র ১১ বছরের এক কিশোরী হুমায়রা জান্নাত প্রার্থনা। বয়সে সে এখনো ধানমন্ডির স্কলার্স স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী, কিন্তু প্রতীকী উপস্থাপনায় যেন হয়ে উঠেছে এক নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনার প্রতিচ্ছবি।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলামের কন্যা প্রার্থনা এর আগেও আলোচনায় এসেছিল। দুই বছর আগে বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চে খালেদা জিয়ার প্রতিরূপ হয়ে শোভাযাত্রায় অংশ নিয়ে সে দেশব্যাপী দৃষ্টি আকর্ষণ করে। সেদিন ক্ষুদে প্রার্থনার চোখে-মুখে ফুটে উঠেছিল সংগ্রামী খালেদা জিয়ার প্রতিচ্ছবি, যা কর্মী-সমর্থকদের আবেগ ছুঁয়ে গিয়েছিল।

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুনরাবৃত্ত হলো সেই দৃশ্য। কালো শাড়ি, শ্বেতপত্রের মতো নিরাভরণ ভঙ্গিমা, আর দৃঢ় দৃষ্টি সব মিলিয়ে প্রার্থনা যেন প্রতীকী খালেদা জিয়া হয়ে আবারও মানুষের নজর কাড়লো। জনসমুদ্রের মাঝে তার এই উপস্থিতি রাজনৈতিক আবহে যোগ করল এক অনন্য মাত্রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে প্রার্থনার সেই মুহূর্তের ছবি ও ভিডিও। কর্মী-সমর্থকদের চোখে সে হয়ে উঠেছে সাহসের প্রতীক, অন্যদিকে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে—রাজনীতির ভাষা কি নতুন প্রজন্মই পুনর্লিখন করতে চলেছে?

প্রার্থনার প্রতীকী রূপে বারবার উপস্থিতি যেন মনে করিয়ে দেয়, রাজনীতি কেবল প্রাপ্তবয়স্কদের বিষয় নয়, বরং সময়ের স্রোতে নতুন প্রজন্মও নিজের মতো করে বহন করছে সংগ্রামের উত্তরাধিকার। তার এই ভিন্নতর আবির্ভাব হয়তো ভবিষ্যতের রাজনৈতিক দৃশ্যপটে নতুন সম্ভাবনার ইঙ্গিত বহন করছে।