প্রত্যাশার থেকে প্রাপ্তি ঝুলি ভরা

জীবননগর ব্যুরো:

প্রত্যাশার থেকে প্রাপ্তির ঝুলি ভরে গেছে উপাধ্যক্ষ নজরুল ইসলাম ও আবু মো. আব্দুল লতিফ অমলের রাজনৈতিক ক্যারিয়ার। উপাধ্যক্ষ নজরুল ইসলাম ও আবু মো. আব্দুল লতিফ অমল দুই জনই প্রত্যাশা করেছিলেন দলের সাধারণ সম্পাদক হবেন। সেখানে বর্তমান সভাপতি গোলাম মোর্তুজা তার পদ থেকে ছিটকে পড়ায় ভাগ্য সুপ্রসন্ন হয়ে পড়ে এই দুই রাজনীতিকের। প্রত্যাশার থেকে বেশি পেয়েছেন অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ নজরুল ইসলাম। তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও সহোদর নাসির উদ্দিন পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই পরিবার হতে দলের তিনজন সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন তারা। নজরুল ইসলাম ও আয়েশা সুলতানা লাকি দম্পতি দুই সন্তানের জনক-জননী। ছেলে অস্ট্রেলিয়া ও মেয়ে যুক্তরাজ্য প্রবাসী। অন্যদিকে আবু মো. আব্দুল লতিফ অমল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ লাভের আশায় বিগত পৌর আওয়ামী লীগের কাউন্সিলে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি পদ ত্যাগ করেন। সাবেক এ উপজেলা চেয়ারম্যানও দুই সন্তানের জনক। আবু মো. আব্দুল লতিফ অমল ও রুবিনা খাতুন দম্পতির ছেলে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত। মেয়ে বিবাহিত বলে জানা গেছে।

Comments (0)
Add Comment