প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জীবননগরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

জীবননগর ব্যুরো: প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে জীবননগরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেলের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র। প্রশিক্ষণ কর্মশালায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ-নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ নিয়ে কথা বলেন ও প্রশিক্ষণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডিসি আরাফাত রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরার হোসেন খান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক কাজি সামসুর রহমান চঞ্চল, সাংবাদিক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আখতার, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা অ্যাকামেডিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা খাদ্য কর্মকর্তা ওবাইদুর রহমানসহ সরকারের বিভিন্ন দফতরের প্রধানগণ অংশগ্রহণ করেন।

 

Comments (0)
Add Comment