ফসলি জমিতে পুকুর করার সময় মাটিকাটা মেশিন ও ২টি ট্রাক্টর জব্দ

 

মেহেরপুর অফিস ঃ মেহেরপুরে ফসলি জমিতে মাটি কেটে পুকুর করার সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাটিকাটা মেশিন ও ২টি ট্রাক্টর জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাজাপুর গ্রামের আমির হামজার ছেলে চঞ্চল যাদবপুর-বাড়িবাঁকা সড়কের পাশের একটি ধানি জমিতে এক্সভেটর মেশিন দিয়ে পুকুর খনন করছিল। এমন গোপন সংবাদ পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের  সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানূর রহমানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান দলের সদস্যদের আগমনী টের পেয়ে এক্সভেটর মেশিন চালক ও ট্রাক্টর চালকরা সেখান থেকে পালিয়ে যায়।পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাটিকাটা মেশিন ও ২টি ট্রাক্টর জব্দ করে স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমানের জিম্মায় রেখে আসেন।

 

Comments (0)
Add Comment