বউ আনতে গিয়ে বর কুষ্টিয়ার চন্টু মিয়ার কারাদণ্ড

আলমডাঙ্গার রেল-জগন্নাথপুরের স্কুলছাত্রীর বাল্যবিয়ে
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার রেল-জগন্নাথপুরের ৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ের ২দিন পর আনুষ্ঠানিকভাবে আনতে গিয়ে ১৫ দিনের কারাদণ্ড হলো ২৮ বছর বয়স্ক বরের। গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে চন্টু মিয়াকে এ কারাদ-াদেশ প্রদান করেন। বরযাত্রীদের খাবার পার্শ্ববর্তী এতিমখানায় পাঠিয়ে দেয়া হয়।
জানা যায়, গত ৫ নভেম্বর আলমডাঙ্গার রেল-জগন্নাথপুরের ত্রিপল আলীর ৮ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করেন কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে চন্টু মিয়া (২৮)। গতকাল ৭ নভেম্বর বরযাত্রী নিয়ে আনুষ্ঠানিকভাবে বউ তুলতে আসেন চন্টু মিয়া।
এ সংবাদ পেয়ে দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। সে সময় কনের অভিভাবকসহ সকলে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর চন্টু মিয়াকে ১৫ দিনের কারাদ-াদেশ প্রদান করেন। বরযাত্রীদের জন্য রান্না খাবার পাইকপাড়া এতিমখানার শিশুদের মাঝে বিলিয়ে দেন।
এদিকে, সংশ্লিষ্ট বাল্যবিয়ের কাজীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

Comments (0)
Add Comment