বর্তমান অবৈধ সরকারের আমলে কৃষকসমাজ নিদারুণ কষ্টে আছে

চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাদশা

স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গায় জেলা কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা কৃষকদলের আয়োজনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য মো. মোকাররম হোসেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সাধারণ মো. উসমান আলী বিশ্বাস। বাড়াদী ইউপি চেয়ারম্যান ও জেলা কৃষকদল নেতা তবারক হোসেনের পরিচালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. সিরাজুল ইসলাম মনি, রউফুন নাহার রীনা, আবু বকর সিদ্দিক, মো. নজরুল ইসলাম, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, মো. মনিরুজ্জামান লিপ্টন, জেলা মৎস্যজীবী দলের আহŸায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ¯ে্বচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা ওলামা দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, জেলা কৃষকদল নেতা আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, তারিকুল ইসলাম জোয়ার্দ্দার বিলু ও প্রভাষক আবুল হাশেম। কোরআন তেলাওয়াত করেন কৃষকদল নেতা আশরাফুজ্জামান। প্রধান অতিথি কেন্দ্রীয় কৃষকদল নেতা আনোয়ারুল ইসলাম বাদশা বলেন, শহীদ জিয়াউর রহমানের চেতনায় ছিলো কৃষকদের ভাগ্য উন্নয়ন করা। কৃষির উন্নয়নে জিয়াউর রহমানের অবদান চিরস্মরণীয় হয়ে আছে এদেশের সাধারণ মানুষের মধ্যে। অথচ এই অবৈধ সরকারের আমলে সবচেয়ে নিদারুণ কষ্টে আছে কৃষক সমাজ। কৃষকদেরকে অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহŸান জানান তিনি। বিশেষ কর্মী সম্মেলনে নেতৃবৃন্দ অল্প সময়ের মধ্যে কমিটি দেয়ার কথা জানান। জেলার পৌরসভা ও ইউনিয়ন থেকে কৃষকদলের নেতাকর্মীরা কর্মী সম্মেলনে সমবেত হন।

Comments (0)
Add Comment