মুজিবনগর প্রতিনিধি,বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামবাসীর মহিলা দলের উদ্যোগে উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামে সাবেক ইউপি সদস্য রশিদ মন্ডলের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি খাইয়েদা নেশা নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোছাম্মদ পলিয়ারা খাতুন, দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।