বিভাগীয় পর্যায়ে পুরস্কার পেলেন দামুড়হুদার জাহানারা পারভীন

চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে শীর্ষ ৪ নারীকে জয়িতা সম্মাননা পুরস্কার

স্টাফ রিপোর্টার: জয়িতা বাংলার নারী ‘তোমরাই বাংলাদেশের বাতিঘর’ সেøাগানে জেলা পর্যায়ে চুয়াডাঙ্গায় শীর্ষ ৪ নারীকে জয়িতা সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। অপরদিকে, খুলনা বিভাগীয় পর্যায়ে সেরা পাঁচের মধ্যে স্থান করে নিয়েছেন দামুড়হুদার এক নারী। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষসহ খুলনা বিভাগীয় পর্যায়ে জয়িতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালযুক্ত হয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা জয়িতা সম্মাননা পুরস্কার তুলে দেন। জেলা পর্যায়ে এ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান।
জেলা পর্যায়ে জয়িতা সম্মাননা পুরস্কার প্রাপ্তরা হলেন, চুয়াডাঙ্গার দক্ষিণ হাসপাতালপাড়ার রোজিনা আক্তার, চুয়াডাঙ্গা জোয়ার্দ্দারপাড়ার নাবিলা ছন্দা, চুয়াডাঙ্গার জাফরপুরের রোজিনা ইয়াছমিন ও আলমডাঙ্গা উপজেলার মধুপুরের সালমা খাতুন । খুলনা বিভাগীয় পর্যায়ে সেরা পাাঁচে জয়িতা সম্মাননা পুরস্কার পেয়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদার জাহানারা পারভীন।
চুয়াডাঙ্গায় জয়িতা সম্মাননা পুরস্কার প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরীন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদি মিলি, পৌরসভার প্যানেল মেয়র-১ অঞ্জুয়ারা সুলতানা রতœা, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলি ও দামুড়হুদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনে জাহান উপস্থিত ছিলেন।

 

Comments (0)
Add Comment