বিশিষ্ট ব্যবসায়ী সিনেমাহল পাড়ার শরীফ উদ্দিনের মৃত্যু : আজ দাফন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী ও ঠিকাদার সিনেমা হলপাড়ার শরীফ উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …. রাজেউন)। গতকাল রোববার বিকেলে সিনেমা হলপাড়ার নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি চুয়াডাঙ্গার প্রদীপণ বিদ্যাপীঠের শিক্ষিকা ফজিলাতুন্নেছার স্বামী এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের ছোট ভগ্নিপতি। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জান্নাতুল মাওলা কবরস্থানে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে। পারিবারিকসূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার দেউলি গ্রামের মৃত ইলিয়াস আলীর বড় ছেলে শরীফ উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চুয়াডাঙ্গা শহরের সিনেমাহল পাড়ায় বসবাস করছিলেন। তিনি দামুড়হুদা বাজারে হার্ডওয়্যার ব্যবসা পরিচালনা এবং ঠিকাদারি করতেন। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বছরখানেক আগে বিছানাগত হন শরীফ উদ্দিন। গতকাল রোববার বিকেল পৌনে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে শরীফ উদ্দিন আহমেদের বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। স্ত্রী ফজিলাতুন্নেছা প্রদীপণ বিদ্যাপীঠের শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। একমাত্র ছেলে আহম্মদ আরিফ শোভন ঢাকায় থাকেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জান্নাতুল মওলা জামে মসজিদে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

Comments (0)
Add Comment