বেলগাছি মোড় থেকে জনস্রোত: আলমডাঙ্গায় তৃণমূলে ধানের শীষের পক্ষে চূড়ান্ত ঐক্যের প্রতিফলন মেধাভিত্তিক কর্মসংস্থান ও দলীয়করণমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা হবে-শরীফুজ্জামান শরীফ

স্টাফ রিপোর্টার:চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফের নির্বাচনী প্রচারণায় এখন কেবল জনগণের সাড়াই নয়, দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে এক অভূতপূর্ব সাংগঠনিক ঐক্যের প্রতিফলন দেখা যাচ্ছে। গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নে বেলগাছি মোড় থেকে বিকেল সাড়ে চারটা থেকে তিনি ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন।
বেলগাছি মোড় থেকে শুরু হওয়া এই প্রচারণায় মো: শরীফুজ্জামান শরীফকে সমর্থন জানাতে আলমডাঙ্গা উপজেলা, পৌর এবং ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দলীয় প্রতীক পাওয়ার পর সব ধরনের মতপার্থক্য ভুলে মো: শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে এখন সবাই ঐক্যবদ্ধ। রাস্তার দু’পাশে সাধারণ মানুষের ভিড় এবং নেতা-কর্মীদের উদ্দীপক স্লোগান পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে।

গণসংযোগে মো: শরীফুজ্জামান শরীফ উপস্থিত নেতা-কর্মী এবং সাধারণ জনগণের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন। তিনি বিএনপির কর্মসূচী, বিশেষ করে তারুণ্যের মুক্তি ও ৩১ দফার মূলনীতি তুলে ধরে বলেন, ‘আমার বেলগাছি ইউনিয়নের ভাই ও বোনেরা, আমার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সৈনিকেরা! বেলগাছি মোড় থেকে আজ যে ঐক্যের প্রতীক দেখতে পাচ্ছি, এই ঐক্যই আমাদের বিজয়ের সবচেয়ে বড় গ্যারান্টি। আপনারা জানেন, এই দেশের গণতন্ত্র এখন শৃঙ্খলিত। যুব সমাজ বেকারত্বের অভিশাপে ভুগছে, আর সাধারণ মানুষ দ্রব্যমূল্যের চাপে জর্জরিত।’
তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান সেই কারণেই আপনাদের ভোটাধিকার পুনরুদ্ধার এবং অর্থনৈতিক মুক্তির জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন। আমি আপনাদের কাছে কোনো গতানুগতিক আশ্বাস দিতে আসিনি, এসেছি ৩১ দফার অঙ্গীকার নিয়ে। ৩১ দফায় আমরা ওয়াদা করেছি—সকলের জন্য সুশাসন নিশ্চিত করা হবে, মেধাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং দলীয়করণমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করা হবে। আপনাদের ভোটের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন এবং আমাদের তারুণ্য বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবে।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি—আপনাদের এই ত্যাগ কোনো দিন বৃথা যাবে না। আপনারা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ বিজয়ী হওয়ার পরও আপনাদের সেবা করব। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ, চুয়াডাঙ্গা-১ আসনে আমাদের জয় সুনিশ্চিত!”

গণসংযোগকালে মো: শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুব হক মাস্টার, যুগ্ম সম্পাদক তানিম আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল হক টুটুল, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ খান, জেলা যুবদলের নেতা আমাননুল্লাহ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাইমুম আহমেদ মিশা, হাদিদ জিতু, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজেদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ঝন্টু মালিতা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, আলমডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, সদস্য সচিব সাইফুল আলম কনক, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, আলমডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া হোসেন শান্ত, তপু আহমেদ, এবং ইউনিয়ন ছাত্রদলের নেতা তানিম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।