ভারতে পাচারকালে সোনার ৬বারসহ দুজন আটক

মেহেরপুরে পুলিশের চোরাচালন বিরোধী সফল অভিযান

মেহেরপুর অফিস: মেহেরপুরে চোরাচালানের উদ্দেশ্যে আনা ছয়টি সোনার বারসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর-কাথুলী সড়কের জোছনা বেকারি মোড় থেকে তাঁদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ রেজা (৪৪) ও ঢাকার মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী কানিজ ফাতিমা ওরফে লিপি (৩৮)। সদর থানা-পুলিশ জানায়, ঢাকা থেকে বাসযোগে মাসুদ রানা ও কানিজ ফাতিমা সোনার বার নিয়ে বুধবার ভোরে মেহেরপুর পৌর শহরে পৌঁছান। গোপন মাধ্যমে এ সংবাদ পায় পুলিশ। ওই দুজন একটি রিকশা ভাড়া করে সীমান্ত এলাকায় যাচ্ছিলেন। তাদের রিকশাটি জোছনা বেকারি মোড়ে পৌঁছালে সেখানে টহলরত পুলিশ তাদের তল্লাশি করে। এ সময় জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তাদের কাছে সোনার বার আছে। কানিজ ফাতিমা নিজের শরীরে বিশেষ কায়দায় কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছয়টি সোনার বার লুকিয়ে রেখেছিলেন। এসব জব্দ করেন নারী পুলিশ সদস্য। ৬টি সোনার বারের বাজারমূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মেহেরপুর সীমান্তের এক ইউপি সদস্যের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। এই সোনা চোরাচালানের সঙ্গে স্থানীয় আর যারা জড়িত, তাঁদের খুঁজছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চোরাচালান চক্রের হদিস পাওয়া যাবে। তিনি আরো বলেন, আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুপুরে আককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment