ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার:৩০ আগস্ট:শনিবার বিকেল ৫ টায় চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড় মুক্তমঞ্চের সামনে গণধিকার পরিষদ ও বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূরের উপর নৃশংস সেনাবাহিনী পুলিশ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদে এ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকার ও সেনাবাহিনী পুলিশ ও সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন নিন্দা প্রতিবাদ জানান। তারা হামলাকারী ও জাতীয় পার্টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, “জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর হিসেবে মাঠে এসে স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চায়। সেনাবাহিনী ও পুলিশ জাতীয় পার্টির সহযোগী হয়ে মানুষের উপর আক্রমণ চালাচ্ছে, যা কখনো মেনে নেওয়া হবে না।”
সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয় বক্তারা।
এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা সেনাপ্রধানের তীব্র সমালোচনা করেন ও তাদের পদত্যাগ দাবি করেন।
গণধিকার পরিষদের নেতারা এই হামলার নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত সাবেক ভিপি নূরের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। গণঅধিকার পরিষদ চুয়াডাঙ্গার সদস্য সচিব
ইবনূর-রশিদ মাসুক বলেন, “ড. ইউনুসের সরকার এক বছর ক্ষমতায় গেলেও স্বৈরাচারীদের বিচার না করে সংস্কারের নামে আওয়ামী লীগদের পুনর্বাসনের কাজ করছে। তারা আরো বলেন ইউনুস সরকার ব্যর্থ সরকার। তিনি আরো বলেন গণঅধিকার পরিষদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করেছে আওমী সেনাবাহিনী ও পুলিশ।
সেনাবাহিনী পুলিশ মিলে ফ্যাসিস্ট স্বৈরাচারী আওয়ামী লীগকে পূর্ণবাসনের চেষ্টা করছে তারা ভারত থেকে শেখ হাসিনাকে এনে ক্ষমতায় বসাতে উঠেপড়ে লেগেছে।
যুব অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ মাসুম
“আজ আমরা সকল ছাত্র-যুব এক কাতারে হামলাকারীদের ও তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের আন্দোলন শুধু এই হামলার বিচার নয়, বরং আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠারও সংগ্রাম। জাতীয় পার্টি কে নিষিদ্ধ না করা পর্যন্ত এবং ভিপি নূরের হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা একসাথে রুখে দাঁড়াবো, এবং ন্যায়বিচার না পেলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে।
ছাত্র অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান (ভিক্টর)
“আমরা সবাই আজ ঐক্যবদ্ধ হয়ে জানাচ্ছি, এ ধরনের হামলা আর সহ্য করা হবে না। যারা স্বৈরাচারীকে পতনের ভূমিকা রেখেছে তাদেরই উপর হামলা করা হচ্ছে—এটি গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি।”
শ্রমিক অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলার সভাপতি মুস্তাক বলেন যারা আমাদের নেতাকে হামলার শিকার করেছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের চুয়াডাঙ্গার অর্থ সম্পাদক সোহেল রানা , ,যুগ্ম সদস্য সচিব মোঃ রয়েল জোয়ার্দার ,ঝন্টু মিয়া,মোঃ ওমর আলী,মোঃ হিরণ মিয়া , ছাত্র অধিকার পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রিয়াদ আলী, সাধারণ সম্পাদক সৌরভ সহ চুয়াডাঙ্গার ছাত্র জনতা ও গণধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।