ভেঙে যাওয়া থেকে রক্ষা পেলো হিরা-জাকির দম্পতির সংসার

চুয়াডাঙ্গা উইমেন সাপোর্ট সেন্টারের আরও একটি সাফল্য

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশ সুপারের হস্তক্ষেপে ভেঙে যাওয়া থেকে রক্ষা পেলো হিরা-জাকির দম্পতির সংসার। ফলে বাবা-মাকে ফিরে পেলো দুই শিশু। গতকাল বৃহস্পতিবার উইমেন সাপোর্ট সেন্টারের কল্যাণে প্রায় ভেঙে যাওয়া সংসার ফের জোড়া লাগানো হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার মৃত হাসানুজ্জামানের মেয়ে তাসফিয়া তাজমীন হিরার (২৫) সাথে ঝিনাইদহ সদর থানাধীন উত্তর নারায়নপুর গ্রামের ছাত্তার আলীর ছেলে জাকির হোসেনের (২৮) ৮ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। তাদের সংসার জীবনে জিম (৫) ও জাবির (৩) নামের ফুটফুটে একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করে। সংসার জীবন ৭ বছর অতিবাহিত হওয়ার পর গত এক বছর আগে থেকে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। সংসারে চলমান বিরোধ এমন পর্যায়ে পৌছায় যে, ৬ মাস আগে জাকির তার স্ত্রীকে পিতার বাড়িতে তাড়িয়ে দেয়। ফলে তাদের সুখের সংসার ভাঙার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এমতাবস্থায় তাসফিয়া তাজমীন হিরা তার দুই সন্তানের ভবিষ্যৎ জীবনের বিষয় অনুধাবন করে চুয়াডাঙ্গা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি উইমেন সাপোর্ট সেন্টারে কর্মরত নারী এএসআই বিভা রানীকে দিলে তিনি উভয়পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে পুলিশ সুপার জাহিদুল ইসলামের প্রত্যক্ষ মধ্যস্থতায় তাসফিয়া তাজমীন হিরা এবং জাকির হোসেন দম্পত্তি পুনরায় সংসার করতে সম্মত হয়। ফলে পুলিশ সুপার জাহিদুল ইসলামের হস্তক্ষেপে জিম ও জাবির ফিরে পেলো তাদের বাবা-মা’কে এবং তারা ফিরে পেলো একটি সুখের সংসার।

Comments (0)
Add Comment