ভ্রাম্যমাণ আদালতে স্বামী-স্ত্রীর ৬ মাস করে জেল 

দামুড়হুদায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদায় পৃথক অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটকের পর দুজনকে কারাদণ্ডাদেশ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে তাদের মধ্যে স্বামী-স্ত্রী দুজনকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাস করে কারাদ- ও আরেকজনকে নিয়মিত মামলাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়। কারাদ-প্রাপ্ত দুজন হলেন দামুড়হুদা উপজেলার কলাবাড়ি মাঠপাড়ার মৃত ছাত্তার জোয়ার্দ্দারের ছেলে মুকুল জোয়ার্দ্দার (৪৩) ও তার স্ত্রী শ্যামলী খাতুন (৩০) এবং আটক আরেকজন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর স্কুলপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে মিন্টু (৪২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ও সবুজ কুমার বসাকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দামুড়হুদা উপজেলার কলাবাড়ি মাঠপাড়ায় অভিযান চালান। এ সময় ওই এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মিন্টুকে আটক করা হয়। আটককৃত মিন্টুকে নিয়মিত মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে একই টিম কলাবাড়ি গ্রামের মাঠপাড়ায় অভিযান চালিয়ে মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রী শ্যামলী খাতুনকে আটক করে। আটককৃত মুকুল জোয়ার্দ্দারের নিকট থেকে ১২০ গ্রাম এবং শ্যামলী খাতুনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রী শ্যামলী খাতুনকে ৬ মাস করে কারাদ- ও ২০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। গতকালই সাজাপ্রাপ্ত দুজনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment