মহেশপুরে অনুপ্রবেশকালে শিশুসহ ১৭ জন আটক

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর যাদবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ১৭ জনকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ভোররাতে উপজেলার কানাইডাঙ্গা গ্রামের একটি কলা বাগানের ভেতর থেকে তাদেরকে আটক করা হয়। ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার ডুমুরিয়া গ্রামের নরেন্দ্রনাথের ছেলে রবিন চৌধুরী (৫৫) এবং রবিন চৌধুরীর স্ত্রী রঞ্জু চৌধুরী (৪৫), যশোর জেলার ঝিকরগাছা থানার ডাঙ্গী গ্রামের বদিয়ার বিশ্বাসের মেয়ে চামেলী বেগম (৪৩), সোলেমান বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর মোল্লা (২৪), মৃত বাক্কার ছেলে শরিফুল ইসলাম (১৭), একই জেলার শার্শা থানার ইসলামপুর গ্রামের মৃত নুরালী শেখের ছেলে আবু হানিফ শেখ (৪৫), আবু হানিফ শেখের স্ত্রী চম্পা বেগম (৪০), একই থানার খাজুরা গ্রামের নূর হোসেনের স্ত্রী আরাতন বেগম (৬০), অভয়নগর থানার শ্রীধরপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে রুবেল হোসেন (২৭), রুবেল হোসেনের স্ত্রী চম্পা বেগম (২৬), কোতয়ালী থানার জগন্নাথপুর গ্রামের মৃত শফি বিশ্বাসের মেয়ে সুরাইয়া খাতুন (১৭), মনিরামপুর থানার পাচকাটিয়া গ্রামের অচিত ধরের স্ত্রী প্রীতিধর (২৭), বাগেরহাট জেলার রায়েন্দা থানার তাফালবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ ফরাজীর ছেলে আইয়ুব আলী ফরাজী (৫০), টাঙ্গাইল জেলার সদর থানার গালুটিয়া গ্রামের সামসুল হকের ছেলে রুবেল রানা (২৫), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কুড়িপাইক গ্রামের মান্নান সরকারের স্ত্রী রতœা (৩৫), নড়াইল জেলার সদর থানার মির্জাপুর গ্রামের ভবতেষ বিশ্বাসের স্ত্রী কাকলী বিশ্বাস(৩০), মেয়ে নন্দিনী বিশ্বাস (৮)।
বিজিবি’র অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, যাদবপুর বিওপির টহল দল তাদেরকে গ্রেফতার করে। বিজিবি তাদের থানায় সোপর্দ করেছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments (0)
Add Comment