মহেশপুরে কপোতাক্ষ নদের তীরে গণকবরের সন্ধান

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদ খননের সময় গণকবরের সন্ধান মিলেছে। কপোতাক্ষ নদের ব্রিজের নিচ থেকে মানুষের মাথার খুলিসহ দেহের বিভিন্ন হাড়গোড় পাওয়া গেছে। একত্রিত করে রাখতে এগুলো দেখতে এলাকাবাসীর ভিড়।
এলাকার প্রবীণ মুরব্বিরা জানান, মুক্তিযুদ্ধের সময় মহেশপুরে পাকিস্তানি বাহিনীর ক্যাম্প ছিল। পাকসেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে এখানে হত্যা করতো। পরে তাদের গণকবর দিতো। এটি তার একটি গণকবর।
এ ব্যাপারে রোববার মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, আমি ঘটনাস্থলে এসেছি। এখানে এসে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধের সময়ের চিহ্ন। আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা করবো।

Comments (0)
Add Comment