মহেশপুরে ১৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

মহেশপুর প্রতিনিধি: ভাষা আন্দোলনের ৭০ বছর পেরিয়ে গেলেও ঝিনাইদহের মহেশপুরে ১৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, মহেশপুর উপজেলায় ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এরমধ্যে ১৫টিতে শহীদ মিনার আছে, ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতে, ১০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে একমাত্র গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে, ১০টি কলেজের মধ্যে ৬টিতে শহীদ মিনার আছে। কিন্তু উপজেলার ২৫টি মাদরাসার মধ্যে একটিতেও শহীদ মিনার নেই।
মহেশপুর মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, শহীদ মিনার নির্মাণের জন্য প্রতিটি স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান শিক্ষকদের নিকট চিঠি দেয়া হয়েছে।
মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ বলেন, পরিকল্পনা করে পর্যায়ক্রমে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করে দেয়া হবে। যথাযোগ্য মর্যাদার সাথে আন্তর্জাতিক মাতৃভাষা পালনের জন্য সকলের প্রতি তিনি আহবান জানান তিনি।

Comments (0)
Add Comment