মহেশপুর দিয়ে অনুপ্রবেশকারী ২৭ জন কোয়ারেন্টাইনে

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে আটক ২৭ জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সঙ্গে মানুষ পারাপারের এক দালালকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের আজাদ রেস্ট হাউজের ৪র্থ তলায় তাদের রাখা হয়। জেলা প্রশাসক মজিবর রহমান জানান, সীমান্ত থেকে আটক হওয়া ২৮ জনকে সোমবার আদালতে সোপর্দ করে মহেশপুর থানা পুলিশ। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় শহরের আজাদ রেস্ট হাউজে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। এর আগে সোমবার সকালে মহেশপুরের মাটিলা ও সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে নারী ও পুরুষসহ ২৭ জনকে আটক করে বিজিবি। তাদের বাড়ি নাটোর, যশোর, লক্ষ্মীপুর, ফরিদপুর, খুলনা, বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় বলে আটককৃতরা দাবি করেন।

 

Comments (0)
Add Comment