মহেশপুর সীমান্তে তরুণী উদ্ধার ২ পাচারকারী আটক

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে ভারতে পাচারের সময় এক তরুণী (১৫) কে উদ্ধার ও ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর মাটিলা সীমান্ত থেকে তাকে উদ্ধার করা হয়।   নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার অন্তুর্গত এক গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সীমান্তে নিয়ে আসে। পাচারের সলা-পরামর্শ করার সময় দালাল বশিরের বাড়ি থেকে ওই তুরণীসহ ২জন পাচারকারীকে মাটিলা বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মহিউদ্দিন আটক করে মাটিলা বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। এ সময় মানবপাচার বিরোধী একটি সংগঠনকে খবর দিলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাচারের সকল আলামত নিশ্চিত করে। আটককৃত আসামীরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের মৃত শাহাজানের ছেলে শামিম ওরফে রাকিব(২২) ও নারায়নগঞ্জ জেলার সদর থানার ভিটুকলাকান্দি গ্রামের মোক্তার হোসেনের ছেলে হাসান(২১)। বিজিবি তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করে। মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে ফতুল্লা থানায় পাচার আইনে মামলা হয়েছে। বুধবার সকালে আসামীদেরকে ফতুল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Comments (0)
Add Comment