মাঝ হেমন্তে হিম হিম : ডিসেম্বর জুড়ে শীতের তীব্রতা

সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ রিপোর্টার: আবহাওয়ার স্বাভাবিক নিয়মেই মাঝ হেমন্তে তাপমাত্রা কমতে শুরু করেছে; ভোরে ও রাতে কুয়াশা থাকছে কোথাও কোথাও। প্রকৃতিতে হিম হিম ভাব জানান দিচ্ছে, শীত সমাগত। গতকাল সোমবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন কক্সবাজারের কুতুবদিয়ায় দেশের সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। থার্মোমিটারের পারদ যশোরে ১৪ ডিগ্রি সেলসিয়াস, বদলগাছী ও ঈশ্বরদীতে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর ও তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘এখন তো শীতের সময় আসছে। তাপমাত্রা কমছে, ডিসেম্বরে পুরো শীতের তীব্রতা থাকবে।’ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও থাকতে পারে হালকা কুয়াশা। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে চলতি মাসে বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাঁচ দিন আগেই একটি লঘুচাপ তৈরি হয়েছিলো, যা এখন গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানালেন আবহাওয়াবিদ ওমর ফারুক। তিনি বলেন, ‘বৃহস্পতিবারের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপ হতে পারে। এটি ঘনীভূত হলেও ভারতের তামিলনাড়–র দিকে এর প্রভাব পড়বে।’ এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের শিশু কনসালটেন্ট আসাদুর রহমান মালিক খোকন বলেন, ‘আবহাওয়ার পরিবর্তন ও তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। সকালে, সন্ধায় ও রাতে শীত অনুভূত হচ্ছে এবং দুপুরে গরম লাগছে। আবহাওয়ার তারতম্যের কারণে রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে।’ চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, গতকাল সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটাই দেশের এবং এই জেলার এবারের শীত মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

Comments (0)
Add Comment