মাথায় ও দুপায়ে আঘাতের চিহ্নযুক্ত অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় গাছের সাথে পাটের আঁশ বেঁধে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর ভোরবেলা মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় কৃষকরা আলমডাঙ্গার আটকপাটের নিকটবর্তী কালিতলা মাঠের বটগাছের ডালে অজ্ঞাত যুবকের লাশ ঝুলতে দেখেন। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া নাকমুখ দিয়ে রক্ত বের হয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর রাতে এ সংবাদ লেখাবধি নিহত যুবকের পরিচয় মেলেনি।

জানা গেছে, আলমডাঙ্গার হাউসপুর এলাকার আটকপাটের নিকটবর্তী কালিতলা মাঠের পদ্ম ঠাকুরের ভাগাড়ে মুন্তাজ ফকিরের জমিতে অবস্থিত বটগাছের ডালের সাথে পাটের আঁশে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় কৃষকরা। গত ১২ সেপ্টেম্বর ভোরবেলা এ দৃশ্য দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, উদ্ধারকৃত লাশের মাথায় ও দুপায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ফলে অনেকের ধারণা – যুবককে মাথায় আঘাত করে ও শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশের গলায় ফাঁস লাগিয়ে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছিলো।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, লাশের পরিচয় উদ্ধারে পুলিশ নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। আশপাশের থানা ও জেলা সদর থানায় লাশের ছবি পাঠিয়ে তথ্য চাওয়া হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে লাশের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে পরিচয় উদ্ধারের চেষ্টা করা হয়েছে। তারপরও পরিচয় না মিললে শেষে ডিএনএ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার ) কনক কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন ও পুলিশের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেন। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল সংগঠনকে প্রদান করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে এজাহার দায়ের করেছে।

Comments (0)
Add Comment