মারামারি মামলার আসামি আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের কালু গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি: মারামারি মামলার আসামি আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামের আশাবুল হক কালুকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে আলমডাঙ্গা থানা পুলিশ।
জানা গেছে, গত ১৭ এপ্রিল বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাংবাড়িয়া গ্রামে শফিকুল ইসলাম পরিবারের সাথে প্রতিবেশি আশাবুল হক কালু পরিবারের মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় আশাবুল হক কালু পরিবারের লোকজন শফিকুল ইসলামের পরিবারের নারীসহ বেশ ৭-৮ জনকে মেরে রক্তাক্ত জখম করে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হারদীতে ভর্তি করে। মারামারিতে আশাবুল হক কালুর পরিবারেরও ২/৩জন আহত হয় বলে জানা গেছে। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে ২০ এপ্রিল ৯ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। গত সোমবার আলমডাঙ্গা থানার এসআই কাজী শামসুল আলমের নেতৃত্বে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই সোহেল রানা অভিযান চালিয়ে ভাংবাড়ীয়া গ্রামের ধাড়ী পাড়ার মৃত মওলা মন্ডলের ছেলে আশাবুল হক কালূকে গ্রেফতার করে। আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার এসআই কাজী শামসুল আলম বিষয়টি মাথাভাঙ্গাকে নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আশাবুল হক কালুকে আদালতে সোপর্দ করা হয়েছে।