মারা গেলেন সেই স্বামী

সাড়ে ৩ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া দ্বিতীয় স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার অপচেষ্টাকারী স্বামী জাহার আলী অবশেষে মারা গেছেন। বুধবার (১২ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সদর হাসপাতালের কার্ডিওলজি কনসাল্টেন্ট ডা. আবুল হোসেন তাকে মৃত ঘোষনা করেন।
গত সোমবার দিবাগত রাতে গরু বিক্রির সাড়ে ৩ লাখ টাকা নিয়ে জাহার আলীর স্ত্রী পালিয়ে যান। এতে অভিমানে মঙ্গলবার বিকেলে বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালান জাহার আলী। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় এলাকাজুড়ে আলোচলা-সমালোচনার ঝড় উঠে।
জাহার আলীর প্রথম স্ত্রী সামেনা খাতুন বলেন, সে প্রতারণা করে আমার স্বামীর সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। এদিকে পাওনা টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেন গরুর ব্যাপারীরা। পাওনা টাকা ফেরত দিতে না পারার অভিমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন আমার স্বামী। আজ মারা যান তিনি। আমরা রুপশীর বিরুদ্ধেক থানায় মামলা করবো। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, গরু ব্যবসায়ী জাহার আলী বিষপানে আত্মহত্যা করেছেন বলে শুনেছি। তার পরিবার থেকে মামলা করলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments (0)
Add Comment