করোনায় মারা গেলেন হালসা কলেজের সহকারী অধ্যাপক

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া মিরপুরের হালসা কলেজের সহকারী অধ্যাপক মোজাহার আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৱসক জানান, করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, সর্দি,কাশি ও জ্বরে আক্রান্ত অধ্যাপক মোজাহার আলী ৮/১০ দিন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় গত ১২ জুলাই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরির পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। করোনা শনাক্ত রিপোর্ট পাওয়ার পর পরই পরিবারের লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একনাগাড়ে পাঁচ দিন চিকিৎসার এক পর্যায়ে তিনি মারা যান। তার মৃত্যুতে কুষ্টিয়ার শিক্ষক মহলে নেমে আসে শোকের ছায়া । এরিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়ার স্বাস্থ্য বিভাগে ওই অধ্যাপকের মৃত্যুর বিষয়টি লিপিবদ্ধ হয়নি। তবে অধ্যাপক মোজাহার আলীর জ্যেষ্ঠ পুত্র অনিক তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Comments (0)
Add Comment