মিরপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে মিরপুর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় চত্বরে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউল হক এমদাদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ, মিরপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক রবিউল আলম মুকুল, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান কানু, মিরপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান বাবু, ধুবইল ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুস সাত্তার, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান, ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আনিচ মন্ডল, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এমদাদুল হক এমদাদ, মিরপুর উপজেলা মহিলাদলের আহবায়ক সাজেদা রশিদ, মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদ হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক এমদাদ হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক খাইরুজ্জামান খাইরুল, যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান শাহীন, মহিলা দল নেত্রী শারমিন আক্তার সীমা, মিরপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মালেকুল ইসলাম, মনোয়ার হোসেন, ওহিদুল ইসলাম, লাবলু মালিথা, গোলাম মোস্তফা, চানিক হোসেন, আব্দুল আজিজ, আবু জার গিফারী ডালিম, মিরপুর পৌর যুবদলের।