মুজিবনগরের কোমরপুর পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

মেহেরপুর অফিস:মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

সোমবার পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পে কর্মরত অফিসার ও ফোর্সদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যাম্প এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় তিনি মাদক, অস্ত্র ও চোরাচালান দমনসহ ওয়ারেন্ট তামিলের জন্য নিয়মিত পুলিশ অভিযান ও চেকপোস্ট পরিচালনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।