মুজিবনগরে ৪৪ বোতল ফেনসিডিলসহ ভাই বোন আটক

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশ ৪৪ বোতল ফেনসিডিলসহ ভাই রাজু আহম্মেদ (৩৫) ও বোন কামিনী (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর কালীতলা মোড় থেকে ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। আটক রাজু আহম্মেদ ও কামিনি মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামের খোদা বক্সের ছেলে ও মেয়ে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাশেম জানান, দারিয়াপুর থেকে বাসে উঠে ঢাকা যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে থানার এসআই মমিনুর রহমানের নেতৃত্বে এএসআই নাজমুলসহ একদল ফোর্স মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের দারিয়াপুর কালীতলা মোড় থেকে শরীর তল্লাশী করে ল্যাপটপের ব্যাগের ভেতরে ওই ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রাজু আহম্মেদ ও কামিনি (৩৮) নামের দুজনকে আটক করে থানায় নেয়া হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

Comments (0)
Add Comment