মুন্সিপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জেল-জরিমানা

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামে মাদক সেবনের অপরাধে দুই মাদকসেবীর ১ মাস করে জেল ও এক’শ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ২ টার দিকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ কুমার সিংহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল জরিমানা প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন মুন্সিপুর গ্রামে মাঝপাড়র মৃত মোজাম্মেল সর্দ্দারের ছেলে বেল্টু (৪০) ও মৃত আব্দুল মজিদের ছেলে মোঃ মনি (৪৫)। ভ্রাম্যমাণ আদালতসুত্রে জানাগেছে, কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল গোপন সংবাদের ভিত্তি মুন্সিপুর সোহেলের বাড়ির সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় মাদকসেবী বেল্টু ও মনির কাছে তল্লাশি করেন ৭ গ্রাম গাঁজাসহ তাদের দুজনকে আটক করে পুলিশ সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আসামীদের ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দুজনকে ১ মাসের জেল ও ২শত টাকা জরিমানা করা হয় দু’জনকে। পরে আটককৃত গাঁজা আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ কুমার সিংহ বলেন, বর্তমান সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকসেবী এবং ব্যবসায়ী যেই হোক, তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments (0)
Add Comment