আমঝুপি প্রতিনিধি:আজ দশে ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। দিবস উদযাপন উপলক্ষে মউক এর হলরুমে সকাল দশটার দিকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এএলআরডি এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে। মউকএর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ রেজাউল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাথাভাঙ্গা পএিকার বার্তা সম্পাদক ও ছড়াকার আহাদ আলী মোল্লা, মেহেরপুর প্রতিদিন এর সম্পাদক মোঃ ইয়াদুল মোমিন, ও দৈনিক আমাদের সূর্যদয় পএিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবুল হক পোলেন। প্রধান অতিথি বলেন সবার জন্য অধিকার সুরক্ষা নিশ্চিত করতে হবে, সবার নিজ নিজ অবস্থান থেকে সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। পরিবার সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব শীল ব্যাক্তি সবাই সচেতন হলে মানবাধিকার লংঘন কমে আসবে । তিনি আরো বলেন পুলিশ আইনের প্রতি সম্মান রেখে তার দায়িত্ব পালন করে।। সভায় বিভিন্ন পেশার ৬০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। এর আগে একটি র ্যালী আমঝুপির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান টি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।