মেহেরপুরের আমঝুপিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান হেরোইনসহ আটক ফরহাদের জেল জরিমানা

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুরের আমঝুপিতে হেরোইনসহ ফরহাদ হোসেন নামের এক মাদক সেবিকে ৪৫দিনের কারাদ- ও ১০০ টাকা অর্থদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে এ ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ফরহাদ হোসেন আমঝুপি গ্রামের আহমদ আলীর ছেলে। জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুত বিহার নাথ, সাব ইন্সপেক্টর মদন মোহনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আমঝুপি কুঠিবাড়ি এলাকা থেকে হেরোইন সেবন করার সময় ফরহাদ হোসেনকে আটক করেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ফরহাদ হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ১শ’ টাকা অর্থদ- প্রদান করেন। অর্থদ- প্রদান পূর্বক তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।