মেহেরপুরের বারাদীতে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদরের বারাদী ইউনিয়নে ৩ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হাসানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩নং ওয়ার্ড ( হাসনাবাদ, বর্শীবাড়িয়া ) বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কে,এম খায়রুল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন, মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম। ওয়ার্ড সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের হাত উত্তোলনের মধ্য দিয়ে সেন্টু মীর সভাপতি ও শফি মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। অপরদিকে ৬ নং ওয়ার্ড (চাঁদপুর, শিশির পাড়া, পাটকেলপোতা) বিএনপির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জাফর আলী সভাপতি ও সকমান মোল্লা সাধারণ, এদিকে রাজনগর যুগিন্দা ২ নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হয় আশরাফুজ্জামান আলিহিম, ও মুনতাজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।