মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুড়িপোতা ইউনিয়ন বিএনপির আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে নাসির উদ্দিন বিশ্বাস সভাপতি ও ফরিদ উদ্দিন বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য এমএ কে খায়রুল বাশার। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাপি, আব্দুল্লাহ, ইলিয়াস হোসেন, রোমানা আহম্মেদ, ওমর ফারুক লিটন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লাহ, পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশিউল আলম দ্বীপু, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি, জেলা মহিলা দলের সহ-সভাপতি ছাবিহা সুলতানা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন, বিএনপি নেতা সৌরভ নাহিদ আহমেদ ও মীর ফারুকসহ বুড়িপোতা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে গণতন্ত্র মেনে নির্বাচনের মাধ্যমে বুড়িপোতা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। মোট ভোটার ৪৫৬টা ভোট পড়েছে ৪৪২টি, সভাপতি পদে প্রার্থী ছিলেন চারজন আর সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি নাসির উদ্দিন আনারস প্রতীক ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম মই প্রতীক নিয়ে পেয়েছেন ১৬০ ভোট। সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ২১২ ভোট পেয়ে বিজয় হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাফিল ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৭২ ভোট। সম্মেলন সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।