মেহেরপুরে আরও ৫ জনের করোনা শনাক্ত

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে আরও ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস রোগীর সংখ্যা ৪৫ জন। নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে সবাই মেহেরপুর গাংনী উপজেলার বাসিন্দা। গতকাল রোববার বিকেল ৫টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, কুষ্টিয়া মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ২৫ জনের ফলাফল মেহেরপুর পৌঁছায়। যার মধ্যে ৫ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৩ হাজার ৮০৭ জনের দেহের নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৫৪৩ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৪৮১ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ২৬১ জন, গাংনী উপজেলায ১৭৩ জন এবং মুজিবনগর উপজেলায় ৪৭ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন। বাকি চিকিৎসাধীন ৪৫ জনের মধ্যে সদরে ১২ জন, গাংনীতে ২৬ জন এবং মুজিবনগরে ৭ জন রয়েছেন। ট্রান্সফার্ড হয়েছে ৪২ জন। যার মধ্যে সদর উপজেলার ৩২ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার একজন রয়েছেন। মারা যাওয়া ১৫ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের পরামর্শ-সবাই সামাজিক দূরত্ব মেনে চলুন, নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন, মাস্ক ব্যবহার করুন, জনসমাগম এড়িয়ে চুলন এবং হাঁচি-কাশির শিষ্ঠাচার মেনে চলুন।

Comments (0)
Add Comment