মেহেরপুরে ইমামদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ইমামদের নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় বিশেষ বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় নিরাপদ খাদ্য সম্পর্কে ইমামদের অবহিত করা হয় এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।