মেহেরপুরে কালো পতাকা হাতে নিয়ে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি

মেহেরপুর অফিস: মেহেরপুরে কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫টি দোকান উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার তৃতীয় দিনের কর্মসূচি হিসেবে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে কালো পতাকা হাতে নিজ নিজ দোকানের সামনে অবস্থান করেন ।

গতকাল শনিবার বেলা ১১ টার দিকে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা হোটেল বাজার এলাকায় একত্রিত হয়ে হোটেল বাজার এলাকায় কালো পতাকা হাতে অবস্থান ধর্মঘট পালন করেন। এসময় হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি শেখ মমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, মেহেরপুর জেলা পরিবেশক সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ জুন মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে কোর্ট জামে মসজিদের সামনে প্রায় ১০ বৎসর পূর্বে নির্মিত কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫টি দোকান ভাঙচুর করে। আদালতে বিচার চলমান থাকা অবস্থায় উক্ত দোকানগুলো  উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির দেয়া ৫ দিনের কর্মসূচির তৃতীয় দিন বেলা ১১ টায় দোকান বন্ধ করে কলো পতাকা হাতে ২৫ মিনিট অবস্থান করেন। এ সময় কোন বেচা কেনা হয়নি।

মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির ঘোষিত পরবর্তী কর্মসূচির মধ্যে রয়েছে ১২ জুন সকাল সাড়ে ১০টায় কাফনের কাপড়সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। ১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি; প্রয়োজনে হরতালের মত কর্মসূচি প্রদান করা হতে পারে।

Comments (0)
Add Comment