মেহেরপুরে গাঁজা রাখার অপরাধ প্রমাণ হওয়ায় এক ব্যক্তির ৩ বছর সশ্রম কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে গাঁজা রাখার দায়ে আব্দুস সালাম নামের এক ব্যক্তির ৩ বছর সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক এসএম শরিয়ত উল্লাহ এ রায় দেন। সাজাপ্রাপ্ত আবুল আব্দুস সালাম মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩১ মার্চ মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী বিওপির হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল আব্দুস সালামকে আটক করার পর তার কাছ থেকে এক কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯ (১) টেবিলের ৭ (ক) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-২৬।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামি আব্দুস সালাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর রোকেয়া খাতুন এবং আসামি পক্ষে অ্যাড. কামরুল হাসান কৌশলী ছিলেন।

Comments (0)
Add Comment