মেহেরপুর অফিস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মেহেরপুরে এক প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টায় জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) প্রাঙ্গণ থেকে এই ম্যারাথনের সূচনা হয়। ম্যারাথনটি শহরের ওয়াপদা মোড়, কলেজ মোড়, হোটেল বাজার মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মেহেরপুর গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের শিপন আলী। দ্বিতীয় স্থান অধিকার করেন মেহেরপুর সদর উপজেলার আহসান হাবীব এবং তৃতীয় হন সাজ্জাদ হোসেন। শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘৩৬ জুলাই’ প্রতীকী দিবস উপলক্ষ্যে অংশগ্রহণকারী ৩৬জনকে ম্যারাথন মেডেল প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান। জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, “এই ধরনের আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে ইতিহাস ও দেশের প্রতি দায়িত্ববোধে উদ্বুদ্ধ করবে। এছাড়াও পুরো জুলাই-আগস্ট মাসজুড়ে নানা অনুষ্ঠানমালার আয়োজন থাকবে যা ৫ আগস্ট পর্যন্ত চলবে।” ম্যারাথনে অংশগ্রহণকারী ও বিজয়ীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এই আয়োজনে অংশগ্রহণ করতে পেরে তারা গর্বিত ও আনন্দিত। উল্লেখ্য, জেলা প্রশাসনের বাস্তবায়নে ও যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।