মেহেরপুরে নতুন আরও ১০ জন করোনা রোগী চিহ্নিত

মেহেরপুর অফিস: মেহেরপুরে নতুন আরও ১০জন করোনা রোগী চিহ্নিত হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগীর সংখ্যা ৬৭ জন। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা চারজন ও গাংনী উপজেলার বাসিন্দা ছয়জন রয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মেহেরপুর সিভিল সার্জন অফিসসূত্রে আরও জানা যায়, ল্যাবে পরীক্ষা শেষে এদিন বিকেলে নতুন ৩৭ জনের ফলাফল পাওয়া যায়। যার মধ্যে ১০ জনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল করোনা নেগেটিভ হয়। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় এ পর্যন্ত মোট ৮৬৮ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭২৩ জন সুস্থ হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪০৫জন, গাংনী উপজেলায় ২৩৩ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। বাকি চিকিৎসাধীন ৬৭ জনের মধ্যে সদরে ৩৯ জন, গাংনী উপজেলায় ২২ জন ও মুজিবনগর উপজেলায় ৬ জন রয়েছেন। মারা যাওয়া ২১ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ৬ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬২ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৭ জন, গাংনী উপজেলার ১৪ জন ও মুজিবনগর উপজেলার দুই জন রয়েছেন।

Comments (0)
Add Comment