মেহেরপুরে নতুন করে ৯ জন করোনা আক্রান্ত

মেহেরপুর অফিস: মেহেরপুরে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেলায় নতুন করে ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ছয়জন ও গাংনী উপজেলায় তিনজন রয়েছেন ।এ নিয়ে বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন। গতকাল বুধবার বিকেলে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন এ তথ্য জানান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়ার ল্যাবে ৩৫ টি নমুনা পরীক্ষা শেষে ৯ জন করোনা রোগী চিহ্নিত হয় । এনিয়ে মেহেরপুর জেলায় এ পর্যন্ত মোট ৭ হাজার ৫৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে মোট এক হাজার ১১৬ জন করোনা রোগী চিহ্নিত হয়। বর্তমানে চিকিৎসাধীন ১১১ জন করোনা রোগীর মধ্যে সদর উপজেলায় ২৩ জন, গাংনী উপজেলায় ৫০ জন ও মুজিবনগর উপজেলায় ৩৮ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ১০০ জন। এদের মধ্যে সদর উপজেলার ৬০ জন, গাংনী উপজেলার ১৬ জন ও মুজিবনগর উপজেলার ২৪ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৯০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৫১৫ জন, গাংনী উপজেলায় ২৮৬ জন ও মুজিবনগর উপজেলায় ১০৪ জন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মারা গেছেন ২৩ জন। মারা যাওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় ১০ জন, গাংনী উপজেলার ১০ জন ও মুজিবনগর উপজেলার তিনজন রয়েছেন।

Comments (0)
Add Comment