মেহেরপুরে নতুন করোনা রোগী নাই : ২য় টিকা পায়নি সাড়ে ৬ হাজার রোগী

মেহেরপুর অফিস: গত ২৪ ঘণ্টায় মেহেরপুরে নতুন করে করোনা পজেটিভ রোগী পাওয়া যায়নি। তবে বাংলাদেশে টিকার মজুদ ফুরিয়ে যাওয়ায় এবং এখন পর্যন্ত নতুন টিকার চালান না আসায় প্রথম ডোজ পাওয়ার পরেও অনেক মানুষই চিন্তিত হয়ে পড়েছেন দ্বিতীয় ডোজ আদৌ পাবেন কি না? মেহেরপুর জেলায় ১৯ হাজার মানুষ করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেও এখন পর্যন্ত ৬ হাজার ৫শ’ জন দ্বিতীয় রোগের টিকা গ্রহণ করতে পারেননি।
মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিসসূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিনের প্রথম চালান এসেছিলো ১ হাজার ৯শ’ ভায়াল, যা থেকে মেহেরপুর জেলার ১৯ হাজার মানুষ প্রথম ডোজের টিকা গ্রহণ করতে পেরেছিলেন। এদিকে প্রথম ডোজের টিকা গ্রহণ করার পর দ্বিতীয় ডোজ হিসেবে ১ হাজার ৩৫০ ভায়াল অর্থাৎ ১৩ হাজার ৫শ’ জন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দিতে পেরেছেন। প্রথম ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে এখনো ৬ হাজার ৫শ’ জন দ্বিতীয় ডোজের টিকা দিতে পারেননি। সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে। ভ্যাকসিন আসলেই দ্বিতীয় ডোজের বাকি টিকাগুলো দেয়া হবে।

Comments (0)
Add Comment